দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ তথ্যানুসারে ২৩ এপ্রিল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৮৬ জনে এবং মারা গেছেন ১২৭ জন।
Advertisement
আক্রান্ত রোগীদের মধ্যে সর্বোচ্চসংখ্যক ৮৫ দশমিক ২৬ শতাংশ রাজধানী ঢাকা শহর ও ঢাকা বিভাগের বাসিন্দা। এর মধ্যে ৪৫ দশমিক ৫১ শতাংশ ঢাকা শহরের বাসিন্দা। ভয়াবহ ছোঁয়াচে এ রোগের সামাজিক সংক্রমণ ঘটায় রাজধানী ঢাকার শতাধিক এলাকায় করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।
শতাধিক এলাকার মধ্যে শীর্ষ দশটি এলাকার মধ্যে রয়েছে- রাজারবাগ, মোহাম্মদপুর, লালবাগ, যাত্রাবাড়ী, বংশাল, চকবাজর, মিরপুর, উত্তরা, তেজগাঁও ও মহাখালী।
২৩ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
Advertisement
তিনি জানান, রাজধানী ঢাকার বাইরে ঢাকা বিভাগের জেলা ও শহরগুলোর মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ এবং নরসিংদী জেলায় রোগীর সংখ্যা অনেক বেশি। দেশে মোট আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৮ ও নারী ৩২ শতাংশ বলে জানান তিনি।
এমইউ/এএইচ/পিআর