কাতারে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছেই। দেশটিতে নতুন করে আরও ৭৬১ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
Advertisement
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এর আগে একদিনে প্রাণঘাতী এই ভাইরাসে এত বেশি মানুষের আক্রান্তের ঘটনা ঘটেনি।
এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৮ হাজার ৫২৫ জন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭৫০ জন।
দেশটিতে করোনায় আক্রান্তের ক্ষেত্রে অ্যাকটিভ কেস ৭ হাজার চারটি। অপরদিকে ৭২ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Advertisement
২৩ তারিখের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৬২৩। তবে সেদিন করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। অপরদিকে, ২২ তারিখের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৬০৮ জন এবং মারা গেছে একজন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত ২১০টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। অপরদিকে, করোনায় আক্রান্ত ও মৃত্যুতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয়ে এগিয়ে রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ইরানে সবচেয়ে বেশি বিপর্যয় ডেকে এনেছে করোনা।
টিটিএন/এমকেএইচ
Advertisement