বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের লোক পরিচয় দিয়ে ওমান প্রবাসী বাংলাদেশিদের কাছে একটি প্রতারক চক্র চাঁদা দাবি করছে বলে জানিয়েছে বিএনপি। শুক্রবার বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমান প্রবাসী বাংলাদেশিসহ বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি প্রতারক চক্র নিজেদেরকে মির্জা আব্বাসের লোক পরিচয় দিয়ে (০১৫৩২৩৭৮২৮১) মোবাইল ফোনের মাধ্যমে ওমান প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে তারেক রহমানের নামে চাঁদা দাবি করছে, যা সম্পূর্ণরূপে দুস্কৃতিকারীদের অপকর্ম।
রিজভী বলেন, আমি এ বিষয়ে ওমান প্রবাসী বাংলাদেশিদের বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
কেএইচ/এমএফ/এমকেএইচ
Advertisement