রংপুরের ৩ জেলায় নতুন করে আজ শুক্রবার (২৪ এপ্রিল) ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।
Advertisement
এতে রংপুর মহানগরীর হাবিবনগর আকালিটারীর একজন (পুরুষ), উত্তর বাবুখাঁ মহল্লায় একজন (পুরুষ) এবং আমাশু কুকরুল এলাকার একজন (পুরুষ) রয়েছেন। এই তিনজনই সোনালী ব্যাংক রংপুর বাজার শাখার কর্মকর্তা।
এছাড়াও কুড়িগ্রামের চিলমারী উপজেলায় একজন (পুরুষ) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলায় একজন করে (পুরুষ) শনাক্ত হয়েছেন
এ নিয়ে রংপুর বিভাগে মোট করোনা আক্রান্ত বেড়ে ৭৬ জনে দাঁড়ালো। এদের মধ্যে গাইবান্ধায় ১৬ জন, দিনাজপুরে ১৩, নীলফামারীতে ১০, ঠাকুরগাঁওয়ে ৮, রংপুরে ১৮, লালমনিরহাটে ২, কুড়িগ্রামে ৬ এবং পঞ্চগড়ে ৩ জন রয়েছেন।
Advertisement
জিতু কবীর/এফএ/এমকেএইচ