ঢাকা শহরের গল্প নিয়ে একটি সিনেমা নির্মাণ করা হয়েছে হলিউডে। ক্রিস হেমসওর্থ বাংলাদেশের রাজধানী ঢাকার প্রেক্ষাপটে একটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন হলিউডের ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালকদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো। সিনেমাটি পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ।
Advertisement
ছবিটিতে দেখা যাবে, মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে কিডন্যাপ করে বাংলাদেশের ঢাকায় আটকে রাখা হয়। আর সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে ছুটে আসে নায়ক। তার পর কী হয়? এমনই গল্পে নির্মিত হলিউডের সিনেমাটির নাম ‘এক্সট্র্যাকশন’।
সিনেমাটিতে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেছেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ।আজ ২৪ এপ্রিল সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ডেভিড হারবার, ডেরেক লুকে, পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদা প্রমুখ। এমএবি/পিআর
Advertisement