করোনাভাইরাস কাঁপিয়ে দিয়েছে সারা দুনিয়া। প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছেন এই মরণঘাতী ভাইরাসের শিকার হয়ে।
Advertisement
করোনার সংক্রমণ রুখতে তাই সবাইকে নিরাপদে থাকতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যান্য অনেক দেশের মতো বাধ্য হয়ে তাই ঘরে বন্দী হয়ে আছেন ভারতের মানুষও।
এতে করে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। যারা সিনেমা শিল্পের সাথে জড়িত এমন অনেক লোকজন বেকার হয়ে অসহায় দিন পার করছেন। এমন সময়ে জুনিয়র শিল্পীদের পাশে দাঁড়ালেন দক্ষিণী সিনেমার ঈশ্বরখ্যাত অভিনেতা রজনীকান্ত।
স্থানীয় সংগঠনের সহায়তায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন নদীগর সঙ্গমের সদস্যদের জন্য বাজারের ব্যবস্থা করবেন। জানা গিয়েছে, ওই সংগঠনের সদস্য প্রায় এক হাজার অভিনেতাকে তিনি প্রয়োজনীয় সামগ্রী দেবেন।
Advertisement
সম্প্রতি, ইন্টারনেটে নিজেদের দুরবস্থা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন এই সংগঠনের কয়েকজন সদস্য। এরপরই এদের সহায়তায় এগিয়ে আসেন রজনীকান্ত। তিনি ছাড়াও রাঘব লরেন্স, শিবকার্তিকেয়ণ, বিশাল সহ একাধিক অভিনেতারা আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন।
এর আগে, দক্ষিণ ভারত ফিল্ম এমপ্লেয়িজ ফেডেরেশনকে ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন রজনী।
এলএ/এমকেএইচ
Advertisement