জাতীয়

ঢাকায় ২৫০ জনের জন্য হাসপাতালে মাত্র একটি বেড

রাজধানীতে প্রতি ২৫০ জন মানুষের জন্য মাত্র একটি হাসপাতাল বেড রয়েছে। সরকারি বেসরকারি মোট স্বাস্থ্যসেবা কেন্দ্রের শতকরা ৯৪ ভাগ বেসরকারি মালিকানায় পরিচালিত হচ্ছে। বেসরকারি এ সব প্রতিষ্ঠানে ১৮শ’ ডাক্তারের চেম্বার রয়েছে। এছাড়া ঢাকায় ৮হাজারেরও বেশি ফার্মেসি রয়েছে।আইসিডিডিআর’বি পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) বাংলাদেশ এর অর্থায়নে শহরের মোট ১২ হাজার স্বাস্থ্য সেবাকেন্দ্রের ওপর এ গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এনালাইসিস পদ্ধতির এ গবেষণা দেখা যায় ভৌগলিকভাবেও ঢাকা শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ডাক্তার, নার্সের পদায়নসহ বিভিন্ন অসমতা রয়েছে। জরুরি মুমূর্ষু রোগী, নবজাতক আইসিইউ ও বার্ন ইউনিটেরও স্বল্পতা রয়েছে। আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক অধ্যাপক জন ডি ক্লিমেন্স বলেন, বাংলাদেশে ঢাকাসহ বিভিন্ন শহরে বস্তির সংখ্যা বাড়ছে। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার চিত্রকল্প প্রণয়ন করতে হবে।আইসিডিডিআরবির এ গবেষণা সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এবিষয়ে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়নে এ ধরনের গবেষণায় সম্পৃক্ত হতে তারা  আগ্রহী। এমইউ/এসকেডি/পিআর

Advertisement