করোনার উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হওয়ার চার ঘণ্টার মধ্যে এক ব্যক্তি মারা গেছেন।
Advertisement
বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি মারা যান। এদিন বিকেল ৪টায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা (৫০) ওই ব্যক্তিকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সিলেটের এই হাসপাতালকে করোনা আইসোলেশন সেন্টার ঘোষণা করে করোনা আক্রান্ত ও করোনার লক্ষণ থাকা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ওই ব্যক্তি জ্বর-সর্দি ছিল নিয়ে সিলেট করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছিলেন। এর কয়েক ঘণ্টা পর তিনি মারা যান। মারা যাওয়ার পর ওই ব্যক্তির মরদেহ থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।
Advertisement
তিনি বলেন, বড়লেখা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে মৃতের লাশ গ্রামের বাড়িতে করোনা স্বাস্থ্যবিধি অনুযায়ী দাফনের জন্য পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।
ছামির মাহমুদ/বিএ