খেলাধুলা

ভারতকে হারিয়ে দেশে ফিরলো প্রতিবন্ধী ক্রিকেট দল

ত্রিদেশীয় ক্রিকেট খেলার ফাইনালে ভারতকে পরাজিত করে ট্রফি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফিজিক্যাল চ্যালেঞ্জিং ক্রিকেট (প্রতিবন্ধী) দল। বৃহস্পতিবার দলের চেয়ারম্যান ড. আব্দুস সালামের নেতৃত্বে বেনাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করেন তারা। ত্রিদেশীয় ক্রিকেট খেলায় বাংলাদেশ শ্রীলংকা ও ভারতের সঙ্গে মোকাবেলা করে। গত ৩ অক্টোবর ভারতের হায়দ্রাবাদের টিকে আর ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে ভারত, শ্রীলংকা ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত হয় এই ত্রিদেশীয় টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ভারত এবং শ্রীলংকাকে পরাজিত করে বাংলাদেশ ট্রফি নিয়ে দেশে ফিরেছে। ৭ অক্টোবর ফাইনাল খেলায় ভারতকে ৭ উইকেটে পরাজিত করে এ শিরোপা অর্জন করেন তারা।ত্রিদেশীয় এ টুর্নামেন্টে সর্বোচ্চ রান করেন বাংলাদেশের শাহরীয়ার শামীম। তিনি ১৩৫ রান করেন এবং ফাইনালে ভারতকে হারিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন। এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেন বাংলাদেশের ক্যাপ্টেন ফয়সাল খান সমী। ৮৫ রান করেন বাংলাদেশের এই অধিনায়ক। এ টুর্নামেন্টে বাংলাদেশ দলের নবী তীর্থ ৬ উইকেট নিয়ে ম্যাচ সিরিজ নির্বাচিত হন। মো. জামাল হোসেন/আরটি/এসকেডি/পিআর

Advertisement