প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে উঠেপড়ে লেগেছে বিশ্বের বিভিন্ন দেশ। এই মুহূর্তে বিশ্বের ৮০টিরও বেশি গবেষক দল এ নিয়ে কাজ করছেন। এর মধ্যে কয়েকটি ইতোমধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালও চালিয়েছে।
Advertisement
গত মাসে প্রথমবারের মতো মানবদেহে করোনার ভ্যাকসিনের পরীক্ষা চালান যুক্তরাষ্ট্রের সিয়াটলের বিজ্ঞানীরা। ভ্যাকসিনের কার্যকারিতা এবং নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রাণীর দেহে ভ্যাকসিনটির পরীক্ষা চালানোর নিয়ম থাকলেও তা করা হয়নি; সরাসরি মানবদেহে প্রয়োগ করা হয়।
এদিকে ভারতও করোনা প্রতিষেধক আবিষ্কারে মাঠে নেমেছে। ভারতের ঐতিহ্য আয়ুর্বেদ নিয়ে এবার লড়াইয়ের আসরে নামছে নরেন্দ্র মোদি সরকার। তিনটি ওষধি গাছ নিয়ে পরীক্ষা চালাচ্ছে দেশটির আয়ুর্বেদ মন্ত্রণালয়।
আয়ুর্বেদ মন্ত্রণালয় জানিয়েছে, কাউন্সিল অব সায়েন্টেফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের সঙ্গে একযোগে কাজ শুরু হবে। অশ্বগন্ধা, মুলেঠি ও গুডুচি- এই তিনটি গাছ নিয়ে ওষুধ বানানোর কাজ শুরু করা হবে।
Advertisement
এই তিনটি গাছই ম্যালেরিয়ার অব্যর্থ দাওয়াই। এখন এ নিয়ে পরীক্ষা চলছে যে, এগুলো করোনা প্রতিরোধে কাজে লাগানো যায় কিনা। ধারণা করা হচ্ছে করোনার সংক্রমণ ঠেকাতে এই ওষুধি গাছগুলি সফলভাবে কাজ করবে।
জানা গেছে, দেশটির বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার পরই কাজ শুরু করার চিন্তা ভাবনা করা হয়েছে। মুম্বাই, দিল্লি, লখনউসহ বিভিন্ন শহরের হাসপাতাল আয়ুর্বেদ নিয়ে কাজ করতে চাইছে।
উল্লেখ্য মন্ত্রণালয় আয়ুর্বেদ, যোগ, ন্যাচেরোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি ও সিদ্ধার ভূমিকা তুলে ধরতে চায়। এই ট্রায়াল চলবে ১৫ দিন ধরে, দুটি পদ্ধতিতে। একদিকে, শুধু আয়ুর্বেদিক ওষুধ খাবেন রোগী। অন্যদিকে অ্যালোপ্যাথি ওষুধের সঙ্গে চলবে আয়ুর্বেদিক ওষুধের ডোজ।
গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ১৪০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৩৯৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৮১ জন।
Advertisement
গত বছরের ডিসেম্বরে চীনে উৎপত্তি হওয়া এই ভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়েছে। এতে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় এক লাখ ৯০ হাজার জন এবং আক্রান্ত হয়েছেন প্রায় ২৭ লাখ। তবে চিকিৎসা শেষে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৪০ হাজার জন।
বিএ