দেশজুড়ে

পঞ্চগড়ে আরেকজন করোনাভাইরাসে আক্রান্ত

পঞ্চগড়ের বোদা উপজেলায় আরেকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৯ বছরের ওই যুবকের বাড়ি বোদা উপজেলার সাকোয়া এলাকায়। বৃহস্পতিবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

Advertisement

গত ১১ এপ্রিল ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে বাড়িতে ফেরেন আক্রান্ত যুবক। সেখানে তিনি একটি ইটভাটায় কাজ করতেন। এরপর থেকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তার মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই।

এর আগে তেঁতুলিয়া উপজেলার শালবাহান এবং তীরনইহাট ইউনিয়নে দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগ। এরপর গত ১৮ এপ্রিল থেকে জেলায় লকডাউন ঘোষণা করা হয়। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিনজন।

জেলা সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান বলেন, এ পর্যন্ত জেলা থেকে মোট ২৪৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ১৮৮ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Advertisement

সফিকুল আলম/এএম/এমকেএইচ