ইফতার এবং তারাবিহ নামাজ বাড়িতে পড়ার নির্দেশনা দিয়ে এক বিবৃতি জারি করেছে মালয়েশিয়া। বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা এক প্রতিবেদনে সরকারের এই নির্দেশনার তথ্য জানিয়েছে।
Advertisement
একই সঙ্গে এই বিবৃতিতে শুক্রবারের জুমআর নামাজও মসজিদে আদায় করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।
দেশটির ইসলামি কল্যাণবিষয়ক মন্ত্রী দাতুক সেরি ডা. জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি বলেন, করোনাভাইরাস মহামারি পরিস্থিতি বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
দেশজুড়ে জারিকৃত মানুষের অবাধ চলাচল সংক্রান্ত বিধি-নিষেধের কারণে কোনও নাগরিক দেশের বাইরে ভ্রমণে যেতে পারবেন না। এছাড়াও দেশটিতে কোনো ধরনের সামাজিক, ধর্মীয় এবং শিক্ষামূলক জনসমাবেশ আয়োজনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
Advertisement
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, মালয়েশিয়ায় বৃহস্পতিবার পর্যন্ত ৫ হাজার ৬০০ জনের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন অন্তত ৯৫ জন।
এসআইএস/পিআর