মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে করোনায় ১২৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৪ জন। ফলে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৮৬ জনে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১৬ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১০৮ জন।
Advertisement
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত এসব তথ্য জানানো হয়। এছাড়া কোন জেলায় কতজন সুস্থ হলেন আইডিসিআর এমন তথ্য থেকে জানা গেছে, ঢাকা শহরে সুস্থ হয়েছেন ৬৮, ঢাকা জেলায় এক, গাজীপুরে এক, মাদারীপুরে ৯ এবং নারায়ণগঞ্জে ১৯ জন সুস্থ হয়েছেন।
এছাড়া চট্টগ্রামে সুস্থ হয়েছেন দুইজন, কক্সবাজারে এক, কুমিল্লায় এক, গাইবান্ধায় চার এবং চুয়াডাঙ্গায় একজন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত বুলেটিনে দুপুরে জানানো হয়েছিল, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২১টি প্রতিষ্ঠানে তিন হাজার ৯২১টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে পরীক্ষা করা হয় তিন হাজার ৪১৬টি নমুনা। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৯০টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৪১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৮৬ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও সাতজন। এদের মধ্যে পাঁজন পুরুষ ও দুজন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১২৭ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১৬ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১০৮।
Advertisement
এএস/এএইচ/এমকেএইচ