দেশজুড়ে

চুয়াডাঙ্গা লকডাউন

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে (২৩ এপ্রিল) চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার এই ঘোষণা দেন।

Advertisement

কারণ হিসেবে জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার বলেন, ১৬ মার্চ এই জেলায় প্রথম করোনা শনাক্ত হলে ওই রোগীকে আইসোলেশনে রেখে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। তারপর থেকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এতদিন চুয়াডাঙ্গাকে করোনামুক্ত রেখেছি। কিন্তু আজ একদিনে ছয়জন করোনা শনাক্ত হওয়ায় ঝুঁকি বেড়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে তাই পুরো জলোকে লকডাউন ঘোষণা করতে হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকেই এই ঘোষণা কার্যকর হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লকডাউন চলাকালে চুয়াডাঙ্গা জেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলার সকল সীমান্ত এবং আন্তঃউপজেলা সীমান্তগুলোতে যানবাহন এবং মানুষের চলাচল নিষিদ্ধ করা হলো। এ সময় কেউ জেলায় ঢুকতে ও বের হতে পারবেন না। তবে জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহন, অ্যাম্বুলেন্স, ওষুধ ও পণ্যবাহী গাড়ি, কৃষিপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহনের গাড়ি এর আওতার বাইরে থাকবে।

সালাউদ্দীন কাজল/এফএ/এমকেএইচ

Advertisement