আন্তর্জাতিক

করোনায় ইউরোপে মৃতদের অর্ধেকই কেয়ার হোমের বাসিন্দা

ইউরোপে করোনায় মৃতদের প্রায় অর্ধেকই কেয়ার হোমের বাসিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার ডেনমার্কের কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ইউরোপ শাখার প্রধান ডা. হ্যান্স ক্লুগে এই উদ্বেগ প্রকাশ করেন।

Advertisement

তিনি বলেন, ইউরোপে করোনাভাইরাসে মৃতদের প্রায় অর্ধেকই কেয়ার হোমে বসবাস করতেন। কেয়ার হোমের বাসিন্দাদের সুরক্ষার জন্য বৃহৎ পরিসরে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে ডা. হ্যান্স ক্লুগে বলেন, সেখানে যারা তদারিকের দায়িত্বে থাকেন; তাদের সহায়তা এবং সরবরাহ দরকার।

ডব্লিউএইচও ইউরোপীয় অঞ্চলের এই প্রধান, হোম কেয়ারে যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন; শেষ সময়ে তাদের পর্যাপ্ত ওষুধ এবং সেবা যত্নের জন্য স্বজনদের পাশে পাওয়ার অধিকার রয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশের হাজার হাজার কেয়ার হোমে লাখো বৃদ্ধ-বৃদ্ধার বসবাস। করোনাভাইরাসের বিস্তার শুরু হওয়ার পর কেয়ার হোমে পরিচর্যার দায়িত্বে থাকা কর্মীরা সুরক্ষা সামগ্রীর অভাব এবং সংক্রমণের ভয়েই পালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

Advertisement

স্পেনে এমন বেশ কিছু কেয়ার হোম থেকে শত শত বৃদ্ধ-বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। অনেকের মরদেহ পচে-গলে পড়ে ছিল বলে জানিয়েছে স্পেন সেনাবাহিনী।

ইউরোপীয় সেন্টার ফল ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) বলছে, বৃহস্পতিবার পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে ১ লাখ ১০ হাজার ৭৪১ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালি (২৫ হাজার ৮৫), স্পেন (২১ হাজার ৭১৭), ফ্রান্স (২১ হাজার ৩৪০), যুক্তরাজ্য (১৮ হাজার ১০০), বেলজিয়ামে (৬ হাজার ২৬২)।

সূত্র: বিবিসি, ইসিডিসি।

এসআইএস/পিআর

Advertisement