দেশজুড়ে

করোনা রোগীদের ফুলসহ চিঠি দিচ্ছেন চিকিৎসক

করোনা আক্রান্ত রোগীদের মনোবল বাড়াতে চিঠি ও ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন চিকিৎসকরা। রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালে এমনই ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছেন সেখানকার তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন্নবী।

Advertisement

করোনা শনাক্ত হলে কোনো রোগী যেন হাসপাতালে এসে মানসিকভাবে ভেঙে না পড়েন সেজন্য তাদের মনোবল বাড়াতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

এ বিষয়ে ডা. এসএম নূরুন্নবী জাগো নিউজকে বলেন, করোনা হলেই যে মানুষ মারা যাবে এমনটা নয়। এ রোগে মানুষ মারা যায় কম। কিন্তু অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন।

তিনি বলেন, এ যুদ্ধ জয় করতে হলে ডাক্তার, নার্স ও রোগীসহ সংশ্লিষ্ট সকলকে আতঙ্কিত না হয়ে সাহস বাড়াতে হবে। কোনো রোগী এখানে আসলে যেন আতঙ্কিত হয়ে না পড়েন সেজন্য তাদের মনোবল বাড়াতে একটি চিঠি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে।

Advertisement

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে রংপর ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচজন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী।

জিতু কবীর/এফএ/পিআর