আন্তর্জাতিক

গ্রিসে লকডাউনের সময় বাড়ল ৪ মে পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জারি করা লকডাউনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়েছে গ্রিস। দেশটিতে আগামী ৪ মে পর্যন্ত সব ধরনের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

Advertisement

ইউরোপের অন্যান্য দেশের তুলনায় গ্রিসে করোনার প্রকোপ বেশ কম। তারপরও গত মার্চ মাসের মাঝামাঝি থেকে দেশজুড়ে লকডাউন চলছে সেখানে। জনসাধারণের ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ। নির্দিষ্ট পেশার কর্মীদের সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই বাইরে চলাফেরা করতে হচ্ছে।

পূর্বঘোষণা অনুযায়ী এসব নিষেধাজ্ঞা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার সেই সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে গ্রিস সরকার।

বৃহস্পতিবার সরকারের মুখপাত্র স্টেলিওস পেৎসাস এক ব্রিফিংয়ে বলেন, নিষেধাজ্ঞা বাড়ানোর উদ্যোগ সবাইকে ঘরে বন্দী রাখার জন্য নয়। এর উদ্দেশ্য আমাদের জীবন রক্ষা করা এবং যে অদৃশ্য শত্রু আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ছিনিয়ে নিয়েছে, তার বিরুদ্ধে জেতা।

Advertisement

গ্রিসে এ পর্যন্ত ২ হাজার ৪০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১২১ জন।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

কেএএ/এমকেএইচ

Advertisement