মুন্সিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আবুল কাসেম (৪৩) করোনায় আক্রান্ত হয়েছেন। গত সোমবার কার্যালয় থেকে তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে রিপোর্ট পজিটিভ এসেছে।
Advertisement
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, কিছুক্ষণ আগে ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আবুল কাসেমের পজিটিভ রিপোর্ট এসেছে। সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত মাত্র একটি রিপোর্টই এসেছে। সিভিল সার্জনের হিসাব অনুযায়ী, মুন্সিগঞ্জে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫৮ জন। আইইডিসিআর’র ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মুন্সিগঞ্জে আক্রান্তের সংখ্যা এখন ৬১। তবে বাকি তিনজনের রিপোর্ট এখনও মুন্সিগঞ্জ স্বাস্থ্য বিভাগে আসেনি বলে জানান তিনি।
তিনি আরও জানান, আক্রান্ত ডিডি নারায়ণগঞ্জ থেকেই আসা যাওয়া করেছেন। তিনি আরও কয়জনের মাঝে ছড়িয়ে দিয়ে গেছেন সেটিই দেখার বিষয়। স্বাস্থ্য বিভাগ মনে করে এ পরিস্থিতিতে যারা দায়িত্ব পালন করছেন-তাদেরও অন্য জেলায় এখনও যাওয়া-আসা ঠিক হচ্ছে না।
এমএএস/পিআর
Advertisement