দেশজুড়ে

ত্রাণ বিতরণে অনিয়ম, আ.লীগ নেতার নেতৃত্বে বিক্ষোভ

হবিগঞ্জ পৌরসভায় ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ত্রাণবঞ্চিতরা।

Advertisement

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজনগর কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন- রাজনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেন ভানু ও সাধারণ সম্পাদক শাহ মহিবুল আলম শায়েল।

সারোয়ার হোসেন ভানু বলেন, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে সরকারি ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ৭ নম্বর ওয়ার্ডের ৩৭ জন দরিদ্রকে ত্রাণ দেয়া হয়নি। মেয়র ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি করেছেন। নিজের লোকদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন মেয়র। অথচ ৭ নম্বর ওয়ার্ডের কার্ডধারীসহ আরও অনেকেই সরকারি ত্রাণ পাননি। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। একই সঙ্গে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

Advertisement

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/পিআর