মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামে করোনাভাইরাসে একজনের (৩৬) হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার থেকে মুজিবনগর উপজেলা লকডাউন করা হয়েছে।
Advertisement
একই সঙ্গে মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক, দুইজন চিকিৎসক, ১৪ জন নার্স, একজন ওয়ার্ড বয় ও তিনজন ক্লিনার্সসহ ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি মৃত ব্যক্তির সংস্পর্শে আসায় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, একজন চিকিৎসক ও ওসিসহ তিনজনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
মেহেরপুরের সিভিল সার্জন নাসির উদ্দীন বলেন, বুধবার করোনাভাইরাসের উপগর্স নিয়ে ভবরপাড়া গ্রামের ওই ব্যক্তি মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা যান। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে। এজন্য তার সংস্পর্শে যাওয়া সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পাশাপাশি মুজিবনগর উপজেলা লকডাউন করা হয়েছে।
আসিফ/এএম/পিআর
Advertisement