জাতীয়

অসহায়দের জন্য তুরস্কের ৩৫০০ প্যাকেট খাদ্য সহায়তা

করোনাভাইরাসে অসহায় মানুষদের জন্য তুরস্কের চারটি সংস্থা বাংলাদেশে খাদ্য সহায়তা পাঠিয়েছে। বৃহস্পতিবার সাড়ে ৩ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

Advertisement

এ বিষয়ে মেয়র আতিক বলেন, এর মাধ্যমে বাংলাদেশের মানুষের সাথে তুরস্কের এই ভালোবাসার বন্ধন অটুট থাকুক। তুরস্কের সম্মানিত রাষ্ট্রদূত এবং চারটি সংস্থার প্রতি আমরা জানাই কৃতজ্ঞতা এবং ধনবাদ।

মহামারি করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১২৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৪ জন। ফলে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৮৬ জনে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১৬ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১০৮ জন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Advertisement

এইচএস/এমএসএইচ/এমকেএইচ