দেশজুড়ে

ইঁদুর মারলে মিলবে পুরস্কার

একটি ইঁদুর গড়ে বছরে ৮/১০ কেজি ফসল খায় এবং প্রায় ৫০ কেজি গোলাজাত ফসল নষ্ট করে। প্রতি বছর সারাদেশে প্রায় ১০-১২ লাখ টন খাদ্যশস্য ইঁদুর নষ্ট করে। ইঁদুর প্লেগ, জন্ডিস, আমাশয়, টাইফয়েড, চর্মরোগ, কৃমিসহ প্রায় ৩০ প্রকার রোগের বাহক ও বিস্তারকারী। এমন তথ্য উল্লেখ করে ফসল রক্ষায় সমন্বিতভাবে ইঁদুর নিধনের লক্ষে মাসব্যাপি অভিযান শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। শেরপুর খামারবাড়ি মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে বালতির পানিতে চুবিয়ে এক ইঁদুরের মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে জেলায় এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। অনুষ্ঠানে বক্তরা বলেন, ইঁদুর মারলে মিলবে পুরস্কার। প্রতি বছর সর্বোচ্চ ইঁদুর নিধনকারীকে জাতীয়ভাবে পুরস্কৃত করা হয়ে থাকে। এ বছর কৃষি সম্প্রসারণ অধিদফতরের ময়মনসিংহ অঞ্চলে শেরপুর সদর উপজেলা কৃষি অফিস এক লাখ ৭১ হাজার ৩০০ ইঁদুর নিধন করায় প্রথম স্থান অধিকার করেছে। একই সঙ্গে ঝিনাইগাতী উপজেলার কৃষক মো. আশরাফ আলী পাঁচ হাজার ৫০১টি ইঁদুর নিধন করে অঞ্চল সেরা হিসেবে সম্মাননা লাভ করেছেন। পরে তাদের ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। এ সময় সকলকে ইঁদুর নিধনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুস সালাম সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, এটিআই অধ্যক্ষ ড. মো. আহসান উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সতিতার করিম প্রমুখ।হাকিম বাবুল/এআরএ/পিআর

Advertisement