রাজধানীর কোতয়ালী থানার কোর্ট হাউজ স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের মুহাম্মদ আব্দুল্লাহ আল আমির ওরফে আজমির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
Advertisement
ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে তিনি সেচ্ছায় ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আদালতের কোতয়ালী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (২২ এপ্রিল) তাকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় তার জবানবন্দি রেকডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তার জবানবন্দি রেকড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Advertisement
এর আগে মঙ্গলবার আজমিরকে কোর্ট হাউজ স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটিটিসি) বিভাগের একটি টিম। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি স্মার্ট ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, আজমির বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সক্রিয় সদস্য। সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনসার আল ইসলাম, গাজওয়াতুল হিন্দ সমর্থনকারী বিভিন্ন আইডির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। সে তার ফেইসবুক আইডি ‘মুজাহিদ ইন লোন উলফ’ ও টেলিগ্রাম আইডি ‘জিহাদী সৈনিক’ এর মাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন গ্রুপ ও চ্যানেলে যুক্ত হয়ে নিয়মিত প্রচার প্রচারণা চালাত।
জেএ/এএইচ/এমকেএইচ
Advertisement