দুর্গা পূঁজাকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সু-সম্পর্ক রক্ষার আহ্বান জানাতে মহিলা পরিষদ রাস্তায় দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।আয়শা খানম বলেন, সংখ্যালঘুদের কোনো অনুষ্ঠান আসলেই রাজনৈতিক উদ্দেশ্য হাছিলে এক শ্রেণির মানুষরা বিভিন্ন অমানবিক কার্যকলাপ চালায়। তাই বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে দুর্গা পূঁজাকে সামনে রেখে আজকের এই মানববন্ধন। দুর্গা পূঁজাকে সামনে রেখে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে সক্রিয় থাকার আহ্বানও জানান তিনি।মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলসহ মহিলা পরিষদের নেত্রীবৃন্দ।এএস/এসকেডি/পিআর
Advertisement