বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এ কোন কোন ক্ষেত্রে সংশোধনী আনা যায় সে বিষয়ে গভীরতর পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন উপস্থাপন করবে। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ উপকমিটি গঠন করা হয়। কমিটি সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবীর নানক, ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস. এম. আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু অংশ নেন।বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আব্দুল কুদ্দুসকে আহ্বয়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়।বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর কতিপয় ধারা ও বিষয় নিয়ে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয়াদি নিরীক্ষা নিয়ে আলোচনা হয়। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) মত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক অধিদফতর গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটি উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন পর্যায়ে শিক্ষা বিস্তারে জনমত সৃষ্টি ও শিক্ষকদের উদ্বুদ্ধ করতে মাহাসমাবেশের আয়োজন করে যেখানে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যকে উপস্থিতি নিশ্চিত করতে সুপারিশ করে। এছাড়া বিভিন্ন বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্তঃবোর্ড বদলির সুপারিশ করে কমিটি।কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্টাস্টিজ এ সরকার মনোনীত ৩ জন ব্যক্তিকে অন্তর্ভূক্ত করার সুপারিশ করে।বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এইচএস/এসকেডি/পিআর
Advertisement