আইন-আদালত

সাড়ে ৭ হাজার আইনজীবীর জন্য সুখবর শুক্রবার

করোনাভাইরাস সংক্রমণ রোধে আদালতপাড়া বন্ধ। এ অবস্থায় বিপাকে পড়া আইনজীবীদের বিনা সুদে দুই বছর মেয়াদি ঋণ দেবে ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)। এই ঋণ নিতে আবেদন করেছেন সাত হাজার ৫১১ জন তালিকাভুক্ত আইনজীবী।

Advertisement

ঢাকা বার সূত্র জানিয়েছে, ঋণ দেয়ার বিষয় আলোচনা করতে শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা বারের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়েছে। বারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাকদের সঙ্গে এ বিষয় আলোচনা করে সমন্বয় কমিটি গঠন করে দ্রুততম সময়ের মধ্যে ঋণ প্রদানের কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কার্যনির্বাহী কমিটির সভা হওয়ার কথা ছিল। কিন্তু ই-মেইলে পাঠানো আবেদনগুলো ডাউনলোড করে প্রিন্ট ও মেম্বারশিপ নম্বর অনুযায়ী বান্ডিল প্রস্তুত না হওয়ায় সভা স্থগিত করা হয়েছে। এই সভা শুক্রবার হবে বলে জানিয়েছেন কার্যনির্বাহী কমিটি।

এ বিষয়ে ঢাকা আইজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক সিকদার মোহাম্মদ আখতার উজ্জামান (হিমেল) ও আইনজীবী সমিতির গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান খান রুকু বলেন, আজ সভা হওয়ার কথা ছিল। কিন্তু ডাউনলোড করে প্রিন্ট ও মেম্বারশিপ অনুযায়ী বান্ডিল রেডি করতে পারেনি আইডি সেকশন। তাই আজকের সভা স্থগিত করে শুক্রবার সভার জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ২৪ মার্চ থেকে ঢাকার আদালতপাড়া বন্ধ। এদিকে ঢাকা বারের ২৫ হাজার ২০৯ জন তালিকাভুক্ত সদস্য রয়েছে। করোনায় বিপাকে পড়া আইনজীবীদের বিনা সুদে দুই বছর মেয়াদি ঋণ দিতে কার্যনির্বাহী কমিটিতে সিদ্ধান্ত হয় গত ১৩ এপ্রিল। ২০ এপ্রিল ছিল আবেদনের শেষদিন। এই দিন পর্যন্ত ঋণ নেয়ার জন্য আবেদন করেছেন সাত হাজার ৫১১ জন তালিকাভুক্ত আইনজীবী। তবে অনেকে একাধিকবার ই-মেইল করেছেন। তাই আবেদনের সংখ্যা কিছুটা কমবে।

জেএ/এসআর/এমএস