আন্তর্জাতিক

করোনাভাইরাস মোকাবিলায় অনলাইনে প্রশিক্ষণ দেবে ভারত

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে অনলাইনে প্রশিক্ষণ দেবে ভারত। পুরোপুরি বিনা খরচে সার্কভুক্ত দেশগুলোর স্বাস্থ্যকর্মীদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করেছে দেশটি।

Advertisement

চন্ডিগড়ের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিজিআইএমইআর) আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নিতে অনলাইনে নিবন্ধিত হতে হবে। সেজন্য সময়সীমা থাকছে ২৭ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত।

‘সার্ক কোভিড-১৯ রেসপন্স’র আওতায় এ ই-আইটেক প্রশিক্ষণ কোর্সে থাকছে করোনাভাইরাস, ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা, রোগী ও তার সংস্পর্শে আসা ব্যক্তিদের চিকিৎসা ও স্বাস্থ্যগত ব্যবস্থাপনা এবং মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ এবং জনস্বাস্থ্য বিষয়ক পদক্ষেপ প্রভৃতি বিষয়।

জেপি/এইচএ/জেআইএম

Advertisement