দেশজুড়ে

গাজীপুরে হাসপাতাল সড়কের ব্রিজ উদ্বোধন

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের উপর পুনঃনির্মিত ব্রিজ উদ্বোধন করা হয়েছ। বৃহস্পতিবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে ব্রিজ প্রাঙ্গনে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল হাদী শামীম, প্যানেল মেয়র-২ হাসান আজমল ভুইয়া, কাউন্সিলর, খায়রুল আলম, জান্নাতুর রহমান জান্নাত, আয়েশা আক্তার, শওকত আলম, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর হোসেন প্রমুখ।সিটি কর্পোরেশন সূত্র জানায়, ২২ দশমিক ৫ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ২০ মিটার প্রশস্ত এ ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা। ব্রিজটি উদ্বোধনের ফলে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী ও শিক্ষার্থীদের যাতায়াত অনেক সহজতর হয়েছে। এছাড়া এ এলাকার হাজার হাজার মানুষের চলাচলের ভোগান্তি কমে গেছে।                    মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি

Advertisement