কোভিড-১৯ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছেন অনেকেই। এই তালিকায় আছেন শোবিজ অঙ্গনের মানুষ। নাটক-সিনেমা-গানের মানুষেরা ঘরে বসে প্রকাশ করছেন বিভিন্ন ধরনের সৃষ্টিকর্ম। এরই অংশ ২১ এপ্রিল সন্ধ্যায় বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছেন 'ও বাপই' নামের একটি গান।
Advertisement
‘ও বাপই বাইরেত (বাহিরে) কেনে যান?/ ঘরো'ত (ঘরে) বসিয়া কাটান/করোনা এক রোগ আসিছে হানিবে পরাণ’- প্রচলিত ভাওয়াইয়া সুরের ওপর এমন কথার গানটি লিখেছেন ও গেয়েছেন আল আমিন রংপুরিয়ান। রংপুরে বসে এর সংগীতায়োন করেছেন আশিষ সরকার।
লিমনেড ব্যান্ডের সদস্য আল আমিন জানান, অনেক বছর ধরে গান লেখা ও সুর করার সঙ্গে জড়িত তিনি। গেয়ে থাকেন কালেভদ্রে।
ঘরবন্দি সময়টাকে কাজে লাগাতে ও কোভিড-১৯ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে 'ও বাপই' গানটি তৈরি করেছেন আল আমিন। শ্রোতাদের আকৃষ্ট করতে, বেছে নিয়েছেন প্রচলিত ভাওয়াইয়া সুর।
Advertisement
এমএবি/জেআইএম