খেলাধুলা

জীবনের আসল খেলা করোনাভাইরাস : মাশরাফি

করোনাভাইরাসের কারণে পুরোপুরি লন্ডভন্ড হয়ে গেছে গোটা বিশ্ব। ব্যাহত হয়েছে জনজীবন, হয়েছে লক্ষাধিক প্রাণহানি, ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতেও। এর বিরুদ্ধে লড়াইয়ের কোন পথ জানা নেই কারও। এর থেকে বাঁচার উপায় একটাই, সেটি হলো ঘরে থাকা।

Advertisement

এমতাবস্থায় এ করোনাভাইরাসকে জীবনের আসল খেলা বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য (নড়াইল-২) মাশরাফি বিন মর্তুজা। এমনিতে খেলার মাঠে যা হয়, তার চেয়ে এই করোনাভাইরাসই এখন জীবনের আসল খেলা বলে জানিয়েছেন মাশরাফি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে তিনি লিখেছেন, ‘(লিওনেল) মেসি, (ক্রিশ্চিয়ানো) রোনালদো, (গ্যারেথ) বেল, বিরাট (কোহলি), (জো) রুট, (কেন) উইলিয়ামসন, (রজার) ফেদেরার, (রাফায়েল) নাদাল, (নোভাক) জোকোভিচ- এরা শুধুমাত্রই খেলার (চরিত্র) ভাই। কোভিড-১৯ (করোনাভাইরাস) এখন জীবনের আসল খেলা।’

এর থেকে রক্ষা পেতে আল্লাহর দয়া কামনা করে তিনি আরও লিখেছেন, ‘আল্লাহ, আপনার দয়ার আমাদের নিরাপদ রাখুন। আশা করি খেলার তারারা নিজেদের পূর্ণ উদ্যমে পুনরায় মাঠে নামতে পারবে এবং সবাই তাদের স্কিল উপভোগ করবে। কখনও কখনও এটা খেলার চেয়েও বড়। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’

Advertisement

এসএএস/জেআইএম