পটুয়াখালীতে করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়া কৃষকদের আগাম বোরো ধান কেটে দিয়েছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বুধবার (২২ এপ্রিল) পটুয়াখালীর বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন তারা।
Advertisement
জানা গেছে, জেলার কিছু এলাকার কয়েকটা প্লটে আগাম বোরো ধান পেকেছে। শ্রমিক সংকটের কারণে কৃষকরা তাদের সেই ধান তুলতে পারছিলেন না। খবর পেয়ে কুয়াকাটা পৌর এলাকা, মহিপুর থানা এলাকা, সদর উপজেলার ছোটবিঘাই এলাকায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মো. ইকবাল হোসেন ভুঁইয়ার নির্দেশে আমরা করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দেয়ার কাজ করছি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মো. ইকবাল হোসেন ভুঁইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় আমরা পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছি। জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে।
Advertisement
তিনি আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। পটুয়াখালী জেলার যে সব এলাকায় পাকা ধান রয়েছে এবং যারা শ্রমিক পাচ্ছেন না আমার চেষ্টা করছি সেই সব কৃষকদের পাশে থাকার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত বলেন, হাওরে বোনো ধান কাটা শুরু হয়েছে। পটুয়াখালীতে আগাম কিছু প্লটের ধান পেকেছে। এখন ওই আগাম জাতের ধান কাটা হচ্ছে। পটুয়াখালীতে ৩ হাজার ২২৮ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে বলেও তিনি জানান।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম
Advertisement