দেশজুড়ে

ধান কাটতে বরিশাল থেকে চাঁপাইনবাবগঞ্জে গেলেন ৬২ শ্রমিক

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশের মতো বরিশালেও বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। এ কারণে বরিশাল নগরীতে কাজ করতে এসে আটকে পড়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ৬২ জন নির্মাণ শ্রমিক। এদিকে তাদের আবাদ করা জমিতে ধান পাকতে শুরু করেছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারছিলেন না ওই ৬২ জন নির্মাণ শ্রমিক।

Advertisement

এ অবস্থায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে বুধবার (২২ এপ্রিল) দুটি বাসে ৬২ জন শ্রমিককে চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়েছে। তাদের সকলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। প্রায় চার মাস আগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে ভবন নির্মাণে শ্রমিকের কাজ করতে তারা বরিশালে আসেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. মাসুদ রানা জানান, জীবন-জীবিকার তাগিদে প্রায় চার মাস আগে ওই ৬২ জন শ্রমিক বরিশালে আসেন। নগরীর রূপাতলী এলাকায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে তারা নির্মাণ শ্রমিকের কাজ করতেন। এভাবে কয়েক বছর ধরে তারা বছরের একটা সময় বরিশালে এসে নির্মাণ শ্রমিকের কাজ করেন এবং অন্য সময় বাড়িতে চাষাবাদ করেন। তবে এবার করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় তারা আটকে পড়েন। তারা বাড়ি ফিরে যেতে পারছিলেন না।

এদিকে তাদের জমিতে ধান পাকতে শুরু করেছে। তাদের এ অবস্থার কথা জানতে পেরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্যোগে ও ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনায় দুটি বাসে করে দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে পাঠানো হয়।

Advertisement

সাইফ আমীন/আরএআর/জেআইএম