বরগুনায় নতুন করে এক সাংবাদিকসহ আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে একজন সরকারি চাকরিজীবী ও অপরজন একটি ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার।
Advertisement
বুধবার রাতে নতুন করে এই তিনজনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খান।
নতুন শনাক্তদের মধ্যে বরগুনা পৌরসভার একজন, বামনা উপজেলার একজন এবং অপরজন আমতলী উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ২০ জন করোনাভাইরাসে সংক্রমিত হলেন।
আক্রান্তদের মধ্যে বামনা উপজেলায় পাঁচজন, বেতাগী উপজেলায় দুইজন, আমতলী উপজেলায় চারজন এবং সদর উপজেলায় নয়জন রয়েছেন। এদের মধ্যে মারা গেছেন দুজন।
Advertisement
বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, বুধবার রাতে প্রাপ্ত ফলাফলে আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এরা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা। নতুন সংক্রমিতদের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ যথাযথ পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত এই তিনজনের বাসাসহ আশপাশের বেশ কিছু বাসা ইতোমধ্যেই আমরা লকডাউন করেছি। এছাড়াও আমরা তাদের সংস্পর্শে আসা মানুষদের খুঁজে বের করতে কাজ শুরু করেছি।
মো. সাইফুল ইসলাম মিরাজ/বিএ
Advertisement