জাতীয়

জাগো নিউজে সংবাদ: এবার নমুনা সংগ্রহে এলো ডাক্তার-টেকনোলজিস্ট সবাই

চট্টগ্রামের বাঁশখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষিত ল্যাব টেকনোলজিস্ট কর্তৃক সরাসরি করোনার নমুনা সংগ্রহ না করার ঘটনায় জাগো নিউজে সংবাদ প্রকাশের পর আজ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট সরাসরি ভুক্তভোগী রোগীর বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।

Advertisement

বুধবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে এ প্রতিবেদককে বিষয়টি জানিয়েছেন রোগীর মেয়ে জোবেদা নাহার।

তিনি জাগো নিউজকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ভাইয়া আপনাকে ধন্যবাদ। আজ আবারও আমাদের পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে আজ আমি নয়, হাসপাতালের সেই টেকনোলজিস্ট নিজেই আমাদের নমুনা সংগ্রহ করেছেন। এ সময় টেকনোলজিস্ট পরিতোষ ছাড়াও হাসপাতালের বড় ডাক্তার, দুই নার্স বাড়িতে এসেছিলেন।’

জোবেদা নাহার বলেন, ‘এবার রিপোর্ট পেলে হয়। আজ এক সপ্তাহ ধরে রীতিমতো অত্যাচারের মধ্যে আছি। হোম কোয়ারেন্টাইনের নামে পুরোপুরি ঘরবন্দি সবাই। ঘরে বাজার সদাই যা ছিল সব শেষ। প্রথমবার নমুনাটা যথাযথ নেয়া হলে আমাদের এই অবস্থার মুখোমুখি হতে হতো না।’

Advertisement

প্রসঙ্গত, চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। ইতোমধ্যেই উপজেলা লকডাউন করেছে প্রশাসন। কিন্তু মহামারির এই দুঃসময়ে দায়িত্বপ্রাপ্তদের মারাত্মক অবহেলায় ওই এলাকায় করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়।

অভিযোগ ওঠে, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষিত ল্যাব টেকনোলজিস্ট পরিতোষ বড়ুয়া নিজে রোগীর নমুনা সংগ্রহ করছেন না, এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সন্দেহভাজন রোগীর স্বজনদের। এদিকে ত্রুটিপূর্ণ নমুনা সংগ্রহের কারণে একের পর এক নমুনা বাতিল হয় উপজেলাটির।

এসব ঘটনা তুলে ধরে গতকাল (২১ এপ্রিল) বাঁশখালীতে টেকনোলজিস্ট নন, নমুনা সংগ্রহে রোগীর স্বজনরা! শিরোনামে সংবাদ প্রকাশ করে জাগোনিউজ২৪.কম। এর পরই টনক নড়ে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের।

আবু আজাদ/বিএ

Advertisement