দেশজুড়ে

স্বরূপকাঠিতে বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের অভিযোগে জরিমানা

পিরোজপুরের স্বরূপকাঠিতে বাল্যবিয়ে ও ইভটিজিং করার অভিযোগে পাঁচজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল কালাম তালুকদার ওই দণ্ডাদেশ প্রদান করেন। জানা গেছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামের মো. ছালাম মিয়ার ১৬ বছরের মেয়ে শাবনুরকে একই ইউনিয়নের উত্তর বিন্না গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. রেজাউলের সঙ্গে বিয়ে দেয়ার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে স্বরূপকাঠি থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মামুন উর রশিদ (পল্টন) ঘটনাস্থলে (মেয়ের পিত্রালয়ে) গিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত বর মো. রেজাউল  ও তার বাবা আব্দুল হাকিম ও মেয়ের বাবা আব্দুস সালামকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের দীপক চন্দ্রর মেয়েকে (১৬) ইভটিজিং করার অভিযোগে স্বরূপকাঠি থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মাহবুবের নেতৃত্বে পুলিশ ওই এলাকার মো. শাহজাহান শেখের ছেলে মিন্টু শেখ (২৫) ও নাপিতখালী এলাকার মো. মতিয়ার রহমান শেখের ছেলে মো. আজাদ শেখকে (২৬) আটক করে। তাদেরকেও একই সময় ওই আদালতে হাজির করলে আদালত আটক দুজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। হাসান মামুন/এমজেড/পিআর

Advertisement