ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষকের কাছ থেকে সরাসরি ফসল ক্রয়, কৃষি ভিত্তিক শিল্প কারখানা ও ব্যবসা বিশেষ ব্যবস্থাপনায় দ্রুত চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে দাবি জানিয়েছেন কৃষক সংগ্রাম সমিতি।
Advertisement
বুধবার (২২এপ্রিল) বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির এক যুক্ত বিবৃতিতে সরকারের কাছে এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, চলতি ইরি-বোরো মৌসুমে করোনা ভাইরাসজনিত মহামারি পরিস্থিতির কারণে অঘোষিত লকডাউন কার্যকরি করায় সব সেচযন্ত্র মেরামত দুঃসাধ্য হয়ে পড়েছে। ফসল ঘরে তোলার জন্য প্রয়োজনীয় যানবাহন মেরামত করে প্রস্তুত করছে কৃষক। তবে, এ কাজে সংশ্লিষ্ট মিস্ত্রিরা কাজ করতে পারছে না। কোথাও মিস্ত্রিরা কাজ করলেও যন্ত্রাংশের দোকান বা লেদ কারখানা বন্ধ রয়েছে।
ফলে ধান পাকার পূর্বে সেচ ব্যাহত হয়ে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধান ঘরে তুলতে সমস্যা হবে।
Advertisement
এদিকে, সবজির ক্রেতা না থাকায় কৃষক উৎপাদিত সবজি বিক্রয় করতে পারছে না। পানির দামে বিক্রি করে চরম দুর্দশার মধ্যে পড়েছে সবজি চাষীরা। অতীতের ন্যায় ফসলের ন্যায্যমূল্য বঞ্চিত কৃষক দিশেহারা। নেতৃবৃন্দ করোনা মহামারিজনিত পরিস্থিতি এবং পরবর্তিতে খাদ্য সঙ্কট মোকাবিলায় নিম্নোক্ত দাবিসমূহ পূরণের আহ্বান জানান।
দাবিসমূহ-
১. উৎপাদিত ধানের ১/৩ অংশ রাষ্ট্রকে ন্যায্যমূল্যে সরাসরি কৃষকের নিকট থেকে ক্রয় করতে হবে।
২. কৃষির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা ও কৃষিভিত্তিক শিল্প কারখানা বিশেষ ব্যবস্থায় দ্রুত চালু করতে হবে।
Advertisement
এফএইচ/এএইচ/এমকেএইচ