দেশজুড়ে

করোনার সংক্রমণ মেলেনি রামেকের ১৮ চিকিৎসাকর্মীর

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৮ চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মীর দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মেলেনি। বুধবার রামেক ল্যাবে তাদের নমুনার পরীক্ষা হয়। সন্ধ্যায় তাদের ফলাফল হাতে আসে। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা হবে বাকি ২৪ জনের।

Advertisement

রামেক হাসপাতালের ২১ জন চিকিৎসক, ১২ জন নার্স ও ৯ জন কর্মীকে করোনা সংক্রমণ সন্দেহে মঙ্গলবার কোয়ারান্টাইনে পাঠানো হয়। এরা সবাই হাসপাতালের মেডিসিন ইউনিট ৫ এর ওয়ার্ড নং ৪২ এ কর্মরত ছিলেন।

গেল শুক্রবার সেখানে বাঘা উপজেলার একজন রোগী ভর্তি হন। কিন্তু ভর্তির সময় তার করোনার উপসর্গ ছিল না। তবে সন্দেহ হওয়ায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় রামেক ল্যাবে। সোমবার রাতে তার করোনা পজিটিভ আসে।

এরপর মঙ্গলবার ওয়ার্ড লকডাউন করা হয়। একই সঙ্গে চিকিৎসক ও নার্সসহ ৪২ চিকিৎসাকর্মীকে কোয়ারান্টাইনে পাঠানো হয়।

Advertisement

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, কোয়ারেন্টাইনে পাঠানো ৪২ জনের মধ্যে ১৮ জন চিকিৎসক-নার্স সরাসরি আক্রান্ত রোগীর সংস্পর্শে গিয়েছিলেন। তাই তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাদের করোনা ধরা পরেনি। পর্যায়ক্রমে বাকিদেরও নমুনা পরীক্ষা করা হবে।

ফেরদৌস/এমএএস/এমকেএইচ