প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহীর তিনটি হাসপাতালে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার থেকে বুধবার ভোর পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা করোনায় আক্রান্ত কি-না তা পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করা হবে।
Advertisement
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ১৩ জনের মধ্যে সাতজনকে মিশন হাসপাতালে, তিনজনকে সংক্রামক ব্যাধি (আইডি) হাসপাতালে এবং তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পর্যবেক্ষণ ওয়ার্ডে ওয়ার্ডে রাখা হয়েছে। যাদের শুধু জ্বর-সর্দি রয়েছে তাদের মিশন হাসপাতালে রাখা হয়েছে। আর এসবের সঙ্গে শ্বাসকষ্ট থাকলে তাকে পাঠানো হচ্ছে আইডি হাসপাতালে।
রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয় জেলার পুঠিয়া উপজেলায়। এরপর বুধবার সকাল পর্যন্ত আটজন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজন আইডি হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের চিকিৎসা চলছে হোম আইসোলেশনে। তারা ভালো আছেন।
ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, আইডি হাসপাতালে যে করোনা রোগী ভর্তি রয়েছেন তার শারীরিক অবস্থা ভালো। ওই রোগীর স্ত্রী ও ছেলের নমুনাও সংগ্রহ করা হয়েছে। রামেকের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হবে।
Advertisement
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমকেএইচ