কক্সবাজার শহরের বাসিন্দা নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বুধবার (২২ এপ্রিল)। কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে পরীক্ষা করা ৬৪ নমুনার মধ্যে ৬৩ জনের ফলাফল নেগেটিভ এলেও কক্সবাজার পৌরসভার টেকপাড়া এলাকার ওই মৎস্য ব্যবসায়ীর করোনা পজিটিভ এসেছে। এটি প্রচার হওয়ার পর বিকেলে করোনা পজিটিভ ব্যক্তির বাড়ি দেখতে ভিড় করেন উৎসুখ জনতা। লকডাউনের মধ্যে করোনা রোগী দেখতে এমন লোকসমাগমের ছবি তুলে ফেসবুকে ছেড়ে ‘মূর্খ জনতা’ আখ্যায়িত করেছেন শহরবাসী।
Advertisement
রাসেল চৌধুরী নামে এক বাসিন্দা নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘হায়রে মানুষ!!! করোনা রোগীর বাড়ি দেখতে উৎসুক মানুষের জটলা?’
আহসান সুমন নামে আরেকজন লিখেছেন, ‘কক্সবাজার শহরের টেকপাড়া চৌমুহনীতে নারায়ণগঞ্জ ফেরত একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই খবরে রাস্তায় দাঁড়িয়ে তামাশা দেখতে যাওয়া আজাইরা মার্কা এসব লোককে গুলি করে মারা উচিত। ওরা দেশটাকে শেষ করেই ছাড়বে...!!!’
নজরুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘করোনা সাদা না কালা দেখতে গেছে, কবে আমরা মানুষ হব।’
Advertisement
এই স্ট্যাটাসের নিচে কমেন্টে গিয়ে কামাল পারভেজ লিখেছেন, ‘পুলিশ কোথায়? ধুমছে পিটাচ্ছেনা কেন এগুলোরে?’
ইমরান হোসেন নামে আরেকজন কমেন্ট করেছেন, ‘গুলি খরচ করার কী দরকার, ওই রোগীটাকে রাস্তায় ছেড়ে দিলেই হয়!’
কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড টেকপাড়া এলাকার কাউন্সিলর দিদারুল আলম রুবেল বলেন, টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের বাসিন্দা করোনা পজিটিভ ওই ব্যক্তি ২০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসেন। ২১ এপ্রিল স্বাস্থ্য বিভাগ তার বাসায় এসে স্যাম্পল নিয়ে যায়। ২২ এপ্রিল রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তাকে আইসোলেশনে নেয়া হয়েছে। বাড়ি এবং আশপাশ লকডাউন করা হয়েছে।
তিনি আরও বলেন, করোনার উপস্থিতি পাওয়া গেছে এ খবর পেয়ে নিজের ঘরে না ঢুকে মূর্খের মতো উৎসুখ হয়ে লোকজন রোগীর বাড়ির কাছাকাছি এসে জটলা পাকায়। পরে পুলিশ এসে তাদের ধাওয়া দিয়ে সরিয়েছে।
Advertisement
উল্লেখ্য, কক্সবাজার জেলায় এনিয়ে ৬ জনের করোনা পজিটিভ এসেছে। এদের একজন ওমরাহ ফেরত, বাকি পাঁচজনই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত।
সায়ীদ আলমগীর/এফএ/এমকেএইচ