করোনায় অবরুদ্ধ পুরো পৃথিবী। বাংলাদেশেও অঘোষিত লকডাউন চলছে। কিন্তু সমস্যা হলো, অনেকেই ঘরের মধ্যে থাকতে চাইছেন না। টানা গৃহবন্দী দিন পার করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা।
Advertisement
এমন বিপদে ধৈর্য হারালো তো চলবে না। করোনার বিস্তার রোধে বাড়িতে থাকতেই হবে। গৃহবন্দী সময়টা কিভাবে উপভোগ করা যায়, ভক্ত-সমর্থকদের সেই পরামর্শই দিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কোভিড-১৯ বিরোধী ক্যাম্পেইনে এক বার্তায় সাবিনা খাতুন বলেন,‘ঘরের মধ্যে থাকাটা কঠিন, বিশেষ করে তরুণদের জন্য। তবে প্রযুক্তির মাধ্যমে অনলাইনে ভালো অনেক কিছু পেতে পারি। সেটা হতে পারে নতুন শখ খুঁজে বের করা কিংবা ফিটনেসের উন্নতি। যদি আপনি একা থাকেন, তবে পরিবার এবং বন্ধুদের সঙ্গে কথা বলার উপায় বানান এটাকে।’
বাংলাদেশ নারী দলের অধিনায়ক যোগ করেন, ‘ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষাও গুরুত্বপূর্ণ। আশা করি আমরা সবাই মিলে এই শৃঙ্খল ভাঙতে এবং ভাইরাসের বিস্তার রোধ করতে পারব।’
Advertisement
এমএমআর/পিআর