আন্তর্জাতিক

যুক্তরাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৯ স্বাস্থ্যকর্মী

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) অন্তত ৬৯ জন কর্মী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে বৃদ্ধাশ্রমগুলোর কতজন কর্মী এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

Advertisement

মেডিকেল কর্মীদের পর্যাপ্ত সংখ্যক ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) সরবরাহ করতে না পারার অভিযোগে গত কয়েক সপ্তাহ থেকেই ব্যাপক সমালোচনার মুখে রয়েছে ব্রিটিশ সরকার।

বুধবার পার্লামেন্টে ডমিনিক রাব বলেন, ‘আমরা এক বিলিয়ন পিপিই সরবরাহ করেছি। বিভক্ত প্রশাসনের (স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত সরকার) মাধ্যমে আরও লাখ লাখ পিপিই বিতরণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বুঝতে পেরেছি, এমন কঠিন পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে উপকরণ সংগ্রহের জন্য আরও কঠোর প্রচেষ্টা চালাতে হবে।’

Advertisement

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৩০ হাজার মানুষ। মারা গেছেন ১৭ হাজার ৩৭৮ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মাত্র ৬৪০ জন।

সূত্র: রয়টার্স

কেএএ/এমকেএইচ

Advertisement