যশোরের শার্শা উপজেলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং শার্শা সদরের কামারবাড়ি মোড়ের বাসিন্দা। ওই নারী বর্তমানে লক্ষণপুর উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে আছেন।
Advertisement
হাসপাতাল সূত্রে জানা যায়, সম্প্রতি বিশ্ব জুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় তাকে ভারত ফেরত যাত্রীদের পরীক্ষা করার জন্য বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে দায়িত্ব দেয়া হয়। কয়েকদিন আগে থেকে তিনি বেশ অসুস্থ বোধ করেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। বুধবার সকালে তার পজিটিভ রিপোর্ট আসে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, মঙ্গলবার পর্যন্ত মোট ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বুধবার সকালে তাদের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নারী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। তার বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, ওই নারীকে বাড়িতে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। অবস্থার অবনতি হলে হাসপাতালে স্থানান্তর করা হবে বলে তিনি জানান।
Advertisement
জামাল হোসেন/এফএ/এমকেএইচ