দেশজুড়ে

কৃষক লীগের নেতাকর্মীদের নিয়ে হাওরে ধান কাটলেন এমপি শামীমা

করোনাভাইরাস আতঙ্কে হাওরে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক সংকটের কথা চিন্তা করে কৃষক লীগের নেতাকর্মীদের নিয়ে হাওরের কৃষকদের ধান কেটে দিচ্ছেন সুনামগঞ্জ-সিলেট আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামিমা শাহরিয়ার। যেখানেই ধান কাটার সমস্যা দেখা দিচ্ছে সঙ্গে সঙ্গে তিনি কৃষক লীগের নেতাকর্মীদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে ধান কেটে দিতে যাচ্ছেন।

Advertisement

বুধবার (২২ এপ্রিল) সকালে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ডাকুয়া হাওরের শান্তিপুর গ্রামের মো. সফেদ আলীর জমিতে সংসদ সদস্য শামিমা শাহরিয়ার সদর উপজেলা কৃষক লীগের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হয়ে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দেন। এ সময় তিনি নিজে দাঁড়িয়ে থেকে ধান ঠিকমতো কাটা হচ্ছে কি না তা পর্যালোচনা করেন।

ধান কাটা শেষে শামিমা শাহরিয়ার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা অনুযায়ী এই এলাকার একজন জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি নারী-পুরুষ নির্বিশেষে আমাদের সবার মাঠে নামা দরকার। আমাদের একটাই চিন্তা কৃষকরা ফসলগুলো যেন ভালোভাবে ঘরে তুলতে পারে। তাহলে করোনার কারণে সারাদেশে যে দুর্যোগ দেখা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব।

তিনি আরও বলেন, আমরা যদি ধান ঘরে তুলতে পারি তাহলে আমাদের খাদ্যের অভাব আর থাকবে না। আমি বিশ্বাস করি সুনামগঞ্জে যে বাম্পার ফলন হয়েছে তা শুধু সুনামগঞ্জ নয় সারাদেশের খাদ্যের অভাব পূরণ করতে পারবে। তাই আসুন আমরা সবাই কৃষকের পাশে দাঁড়াই।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, সদস্য সচিব বিন্দু তালুকদার, সদস্য আনোয়ারুল হক, সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মইনুল হক, সদস্য সচিব মহিবুর রহমান প্রমুখ।

মোসাইদ রাহাত/এফএ/এমএস