দেশজুড়ে

টাঙ্গাইলে লক্ষণ ছাড়াই একজনের করোনা পজিটিভ

টাঙ্গাইলে দুইদিন পর আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলো। বুধবার (২২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, গত ২০ এপ্রিল টাঙ্গাইল থেকে ৭৭ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত ব্যক্তি সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা। তার বয়স ৪০ বছর।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার প কর্মকর্তা ডা. মো. আব্দুস ছোবাহান বলেন, আক্রান্ত ব্যক্তি সখীপুর থেকে ঢাকার কারওয়ান বাজারে কাঁচামাল সরবরাহ করতেন। তিনি একজন সচেতন ব্যক্তি। যখন ঢাকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যায় তখন তিনি নিজে থেকেই বাড়িতে অবস্থান করছিলেন। শুধু তাই নয়, তিনি তার পরিবারের সদস্যদের কাছ থেকেও দূরত্ব বজায় রেখে চলছিলেন। পরে তিনি স্বেচ্ছায় নমুনা পরীক্ষার জন্য দেন। ফলাফল পাওয়ার পর দেখা যায় তিনি করোনা পজিটিভ। তবে তার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমকেএইচ

Advertisement