দেশজুড়ে

গাইবান্ধায় ভিজিডির আট বস্তা চাল উদ্ধার

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের হোসেন আলীর (৪৩) বাড়ি থেকে ভিজিডির আট বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

এ ঘটনার পর থেকে হোসেন আলী পলাতক রয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুরে কচুয়া ইউনিয়নের গাছাবাড়ি গ্রাম থেকে এসব চাল উদ্ধার করা হয়।

কচুয়া ইউনিয়নের মেম্বার হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হোসেন আলীর বাড়িতে চাল মজুত আছে। পরে পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে আট বস্তা চাল উদ্ধার করে।

কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, চাল উদ্ধারের ঘটনাটি ইউপি সদস্য আমাকে জানিয়েছেন। পরে সাঘাটা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিল আহম্মেদ ও সাঘাটা থানা পুলিশের ওসি বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে চালের বস্তাগুলো উদ্ধার করেন।

Advertisement

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, উদ্ধারকৃত চাল থানায় আনা হয়েছে। কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জাহিদ খন্দকার/এএম/এমকেএইচ