জাতীয়

করোনায় মৃত দু’জনের বয়স ২১ থেকে ৩০ বছর

তরুণ ও শিশুরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে সুস্থ হয়ে যান। কিন্তু এ ধারণা যেন ক্রমেই ভেঙে যাচ্ছে। দেশে গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছর বয়সী দুইজনের মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমাদের যে ১০ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ সাতজন এবং নারী তিনজন রয়েছেন। সাতজন ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে তিনজন।’

‘ঢাকার বাইরে ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলায় একজন করে মারা গেছেন। যদিও মারা যাওয়াদের মধ্যে ৬০ বছরের বেশি তিনজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী দুইজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী তিনজন রয়েছেন। বাকি দুই জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।‘

Advertisement

উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে ১২০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৯০ জন। ফলে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭৭২ জন।

পিডি/এএইচ/পিআর