দেশজুড়ে

করোনা প্রতিরোধে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ নেতা রনির নানা উদ্যোগ

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতামূলক কাজ করছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক রাশেদুল করিম রনি। নিজ উদ্যোগে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করছেন তিনি।

Advertisement

নিজ ইউনিয়ন রামকৃষ্ণপুরের বিভিন্ন মসজিদের ওজুখানা ও টিউবওয়েলে হাত ধোয়ার জন্য সাবান বেঁধে দেয়া, যানবাহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে দোকানের সামনে সাদা রঙের বৃত্ত তৈরিসহ সচেতনতায় হ্যান্ডমাইকে পাড়ায়-পাড়ায় মাইকিং করতে দেখা গেছে এই ছাত্রলীগ নেতাকে। এছাড়া অঘোষিত লকডাউনে ঘরে থাকা দিনমজুর, দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী চাল, ডাল, লবণ, আলু পৌঁছে দিয়েছেন তিনি।

এ বিষয়ে রাশেদুল করিম রনি বলেন, ‘রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা আমার এই উদ্যোগে সার্বক্ষণিক সহায়তা করে যাচ্ছে। আগামীতে এলাকার পরিস্থিতি অনুযায়ী আমরা সাধারণ মানুষের পাশে থাকব এবং বিশ্ব মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলা করব ইনশাআল্লাহ।’

৫ নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিরাজ মণ্ডল বলেন, ‘এলাকার ছাত্রলীগ কর্মীদের সংগঠিত করে রনি করিম যে দৃষ্টান্ত স্থাপন করেছে, দৌলতপুরের প্রতিটি গ্রামে ছাত্রলীগের কর্মীরা এভাবে কাজ করে গেলে করোনা প্রতিরোধ করা অনেকটাই সহজ হয়ে যাবে। আমার ইউনিয়নবাসীর জন্য স্বেচ্ছাসেবকেরা সবধরনের সেবার জন্য প্রস্তুত থাকবে-এটাই কামনা করছি।’

Advertisement

এসআর/জেআইএম