রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। নতুন করে ৫ হাজার ২৩৬ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাশিয়ান করোনাভাইরাস রেসপন্স সেন্টার বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৫৭ হাজার ৯৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
Advertisement
অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ জন এই প্রাণঘাতী ভাইরাসে মারা গেছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫১৩ জনের।
তবে ইতোমধ্যেই দেশটিতে ৪ হাজার ৪২০ জন সুস্থ হয়ে উঠেছে। অপরদিকে ৭শ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, মঙ্গলবারের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৬৪২ এবং নতুন করে মারা গেছে ৫১ জন। গতকালের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমতে দেখা গেছে।
Advertisement
অপরদিকে, সোমবারের হিসাব অনুযায়ী, নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ২৬৮। এছাড়া একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৪ জন।
টিটিএন/জেআইএম