দেশজুড়ে

মেহেরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত, লক্ষণ ছাড়াই আক্রান্ত

মেহেরপুরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। ৪০ বয়সী ওই ব্যক্তি ব্র্র্যাকের যক্ষ্মা প্রতিরোধ বিভাগে কর্মরত। তার বাসা লকডাউন করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।

Advertisement

আক্রান্ত ব্যক্তির বাসার মালিক বলেন, চার মাস আগে সাতক্ষীরা থেকে বদলি হয়ে মুজিবনগর অফিসে যোগদান করে সপরিবারে আমার বাসায় ভাড়া থাকা শুরু করেন ব্র্র্যাকের ওই কর্মী। তার শরীরে কোনো প্রকার উপসর্গ ছিল না। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তিনি। রিপোর্ট পজিটিভ আসায় বুধবার সকালে বাড়িটি লকডাউন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলেন, আক্রান্ত ব্যক্তির মধ্যে কোনো উপসর্গ নেই এবং তিনি সুস্থ আছেন। গত এক সপ্তাহ তিনি কার কার সংস্পর্শে গেছেন তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আসিফ ইকবাল/এএম/জেআইএম

Advertisement