ভারতের ওডিশা রাজ্যে সেবা দিতে গিয়ে করোনায় কোনো চিকিৎসক, নার্স মারা গেলে তাকে শহীদের মর্যাদা দেয়া হবে। সেইসঙ্গে ক্ষতিপূরণ হিসেবে মৃতের পরিবারকে দেয়া হবে ৫০ লাখ টাকা। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই ঘোষণা দিয়েছেন।
Advertisement
ভারতীয় গণমাধ্যমে এই তথ্য দিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতে এই প্রথম কোনও রাজ্য চিকিৎসক ও নার্সদের এত বড় সম্মান দেয়ার ঘোষণা দেয়া হলো। এ ছাড়া চিকিৎসক ও নার্সদের প্রতি যদি কোনও দুর্ব্যবহার করা হয় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ, করোনা সংক্রমণের আতঙ্কে বহু এলাকায় চিকিৎসক ও নার্সের ওপর মারধরের অভিযোগ এসেছে।
খবরে বলা হয়, যুদ্ধে দেশের জন্য যারা প্রাণ দেন তাদের দেশ শহীদের সম্মান দেয়। করোনার বিরুদ্ধে যেসব চিকিৎসক ও নার্স কাজ করছেন, তাও একপ্রকার যুদ্ধে শামিল হওয়া। কারণ, শত্রু করোনার সঙ্গে লড়াইয়ে তাদের নিজেদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। তবুও লড়াইয়ের ময়দান ছেড়ে চলে আসছেন না কোনও চিকিৎসক। তারা সবাই লড়ছেন এবং অনেকেই সুস্থ করে তুলছেন। এ মুহূর্তে করোনা যুদ্ধে সাধারণের ভরসা তো ডাক্তার-নার্সরাই। তাই তাদের জন্য এই সম্মান জানানো হলো।
জেডএ/জেআইএম
Advertisement